লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা মরহুম তসলিম উদ্দিন স্মৃতি এক দিবসীয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) লালমনিরহাটের সোনালী অতীত ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী। এ সময় লালমনিরহাটের সোনালী অতীত ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।