শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাটে অপহরণকৃত শিশুর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটন লালমনিরহাটে মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল; ক্রেতারা স্বস্তিতে লালমনিরহাটের বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন লালমনিরহাটে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত লালমনিরহাটে বসতবাড়িতে সবজি চাষে উদ্বুদ্ধকরণের জন্য নারী কৃষকদের মাঝে বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদার দাবি না পেয়ে হত্যা তিস্তা ভবন রংপুরে স্পার বাঁধের ভাঙন রোধের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত লালমনিরহাটে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত লালমনিরহাটে “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ১৩৪০ ঘটিকা হতে ১৪৩৫ ঘটিকা পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ গোড়ক মন্ডল বিওপির সীমান্ত পিলার ৯২৯/৪-এস এর নিকট শূন্য লাইনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি এবং প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী অমিত কুমার এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উক্ত বৈঠকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর উপ-অধিনায়ক এবং বিএসএফ এর খারিজাহরিদাস কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।

 

বৈঠকে গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক ১৩৫০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ গোড়ক মন্ডল বিওপির সীমান্ত পিলার ৯৩০/৮-এস এর নিকট দিয়ে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়ন এর নারায়নগঞ্জ ক্যাম্পের ৫জন বিএসএফ সদস্য আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ১৩৫৫ ঘটিকায় ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার বিষয়ে বিজিবি অধিনায়ক কড়া প্রতিবাদ জানান।

 

প্রত্যুত্তরে বিএসএফ কমান্ড্যান্ট জানান যে, সম্প্রতি তারা কাস্মীর হতে বাংলাদেশ সীমান্তে আগমন করেছে বিধায় বিএসএফ সদস্যদের নতুন এলাকা এবং শূণ্য লাইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ভূল বশতঃ তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এ ঘটনার জন্য বিএসএফ কমান্ড্যান্ট দুঃখ প্রকাশ করেন এবং এ ধরণের ঘটনার পূনরাবৃত্তি ঘটবে না বলে বিজিবি অধিনায়নের নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও বিএসএফ এর যে সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে বিএসএফ এর প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতঃ বিজিবি’কে অবহিত করা হবে বলে বিএসএফ কমান্ড্যান্ট বিজিবি অধিনায়ককে আশ্বস্ত করেন।

 

সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মাধ্যমে দায়িত্ব পালন করে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনার ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone