লালমনিরহাটে “হে নূতন… ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়।” স্লোগান নিয়ে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল হক চৌধুরী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রবৃন্দ প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নবীণ ছাত্রদের বরণ করে নেয়া হয়। পরে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।