লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা, ঔষধ সামগ্রী ও পথ্য পরিচালনায় সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লালমনিরহাট সদর হাসপাতাল সড়কে সচেতন নাগরিক সমাজ লালমনিরহাটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের সামনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হাসপাতালে চিকিৎসার মানোন্নয়ন, সঠিকভাবে ঔষুধ সরবরাহ, খাদ্যের মানোন্নয়ন ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আব্দুস সালামসহ সুশীল সমাজের লোকজন। এ মানববন্ধনে লালমনিরহাট জেলা সদরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেয়। তারা অবিলম্বে হাসপাতালের সকল অনিয়ম, দুর্নীতি রোধ করে সেবার মান নিশ্চিতের দাবী জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.