লালমনিরহাটে তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিসিক জেলা কার্যালয় লালমনিরহাটের আয়োজনে এ তারুণ্যের উৎসব ও বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় লালমনিরহাটের স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মেলা ১০ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলার সময় প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৯টা পর্যন্ত। আলোচনা সভা প্রতিদিন দুপুর ৩টা হতে সন্ধ্যা ৫টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত।