সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক দেব দুলাল গুহকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেফতার করার বিষয়ে কেউ মন্তব্য করেনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক দেব দুলাল গুহকে ছাত্র-জনতা পুলিশের হাতে তুলে দেয়। গাড়ীতে তোলার সময় তার দিকে ডিমও নিক্ষেপ করা হয়।
লালমনিরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, দেব দুলাল গুহ ফেসবুক আইডিতে উস্কানি মূলক পোস্ট করেছেন যেগুলোর সাথে বর্তমান সরকারের সাংঘর্ষিক এবং কিছু পোস্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো। সে কারণে দুপুরের পর থেকে অবস্থান নেন ছাত্র-জনতা। পরবর্তীতে লালমনিরহাট সদর থানার ওসি এবং পুলিশের লোকজন তাকে জিজ্ঞাসা করা করার পর একটি সাদা মাইক্রোবাসে করে তাকে দ্রুতই সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
পরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে থেকে মৌখিক ভাবে অভিযোগ শুনেন। অভিযোগ শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনেই আশ্বাস দেন দেব দুলাল গুহের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। আর পরবর্তী সময় থেকে তিনি যেন আর লালমনিরহাট সরকারি কলেজে প্রবেশ করতে না পারেন সেই বিষয়েও আশ্বাস দেন। এছাড়া দেব দুলাল গুহের বিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকটও জানানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.