লালমনিরহাটে ২০২৪ সনের বার্ষিক সাধারণ সভা, বার্ষিক বনভোজন ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের জেল রোড সোনালী পাকস্থ প্রবীণ নিবাস ও হাসপাতাল চত্বরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজন এ বার্ষিক সাধারণ সভা, বার্ষিক বনভোজন ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, পৃষ্ঠপোষক আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, সভাপতি ইউনুস হোসেন, সহ-সভাপতি শ্রী সুকুমার রায়, আমিনুর হায়াত বকুল, সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন, সহসাধারণ সম্পাদক একরামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক সরোজ কুমার রায় বকুল, কোষাধ্যক্ষ হারাধন চক্রবর্তী, কার্য্য নির্বাহী সদস্য অতীন্দ্র নারায়ণ সিংহ, আব্দুল জব্বার মোল্লা, তারিকুল ইসলাম, কেশব চন্দ্র রায়সহ আজীবন অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।