লালমনিরহাটের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ বেলাল হোসেন সরকার স্যার এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের দুড়াকুটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য মোঃ রমিজ উদ্দিন, সাবেক সভাপতি মোঃ মাহবুব হোসেন, প্রাক্তণ শিক্ষার্থী আলহাজ্ব মন্তাজ আলী, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন, মোগলহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী। বক্তব্য রাখেন দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বেলাল হোসেন সরকার প্রমুখ। এ সময় দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।