লালমনিরহাটে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান-২০২৫ এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সদস্য মোঃ আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম মহশিন আলম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি জালাল উদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন লালমনিরহাট ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি আশরাফ আলী লাল, লালমনিরহাট জেলা পুলিশের ট্রাফিক টিআই মনিরুল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.