লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, কলা, জ্ঞান ও শুদ্ধতার প্রতীক দেবী সরস্বতীকে বলা হয় আলোকবর্তিকার পথ প্রদর্শক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় পূজার আয়োজন করা হয়।
হিন্দু শাস্ত্র অনুসারে চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে পুষ্পাঞ্জলি দেন তাঁর ভক্তরা।
লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ওঁ তৎ সৎ শ্রীশ্রী সরস্বত্যৈ নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় উৎসব আমেজে সরস্বতী পূজা উদযাপন করা হয়।
এ সময় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সনাতন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়মানুসারে হলেও এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শীষ এসবের প্রয়োজন হয়। পূজার দিনে হিন্দু ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.