লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশিদুল আলম প্রামানিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, স্থানীয় সরকার বিভাগ লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ শাহ আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেকেন্দার আলী সরকার, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছানোয়ারুল আলম। এ সময় কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানা ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।