লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের তিস্তা ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।
তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের আরডিসি মোঃ আল-আমিন। এ সময় তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।