লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টা লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিচারকবৃন্দ ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী প্রকৌ. মোঃ আব্দুল আলিম গাজী, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুজন কুমার সরকার, মজিদা খাতুন সরকারি কলেজের প্রভাষক মোঃ শফিকুর রহমান, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আদিতমারী উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক মোঃ আসাদুল্লাহ্ আল গালিব। সঞ্চালক ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আদিতমারী উপজেলার কার্য সহকারী মোঃ বায়হান ইকবাল।
স্কুল পর্যায়ে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” এবং কলেজ পর্যায়ে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূণ” বিষয়ক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী স্কুল সমূহ হলো- গোবর্দ্ধন হায়দারীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, নর্থল্যান্ড মডেল স্কুল, তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়।
অংশগ্রহণকারী কলেজ সমূহ হলো- আদিতমারী সরকারী ডিগ্রী কলেজ, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, সরকারি আলিমুদ্দীন ডিগ্রী কলেজ, সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ, বাউরা পুনম চাঁদ ভতোরিয়া মহাবিদ্যালয়।