লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে (বৃহস্পতিবার ৯ হতে রোববার ১৯ জানুয়ারি) পর্যন্ত ১০দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক ৪জন চোরাকারবারী ও চোরাচালানী পণ্যবাহী ২টি মোরট সাইকেলসহ ১০লক্ষ ৫৩হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ বিজিবি’র দৈখাওয়া, বনচৌকি, ঝাউরানী, লোহাকুচি, মোগলহাট, গোড়কমন্ডল, বালারহাট, কুলাঘাট বিশেষ ক্যাম্প, গংগারহাট, কাশিপুর ও অনন্তপুর সীমান্ত হতে ৪লক্ষ ৬৩হাজার টাকা মূল্যের ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯৫ পিস ভারতীয় ইয়াবাসহ ১জন আসামী এবং ৩২.৫কেজি ভারতীয় গাঁজাসহ ২জন আসামী আটক করা হয়েছে। এছাড়া অনন্তপুর সীমান্ত হতে ১লক্ষ ৮০হাজার টাকা মূল্যের ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী, বাগভান্ডার সীমান্ত হতে ৩৫হাজার টাকা মূল্যের ১টি ভারতীয় গরু এবং দূর্গাপুর ও দিঘলটারী সীমান্ত হতে ৩৪হাজার টাকা মূল্যের ভারতীয় চিনিসহ ১জন আসামী এবং ২৫হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ১হাজার টাকা মূল্যের ভারতীয় জীবসাম সার আটক করে, বালারহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের দায়ে ২জন ভারতীয় নাগরিক এবং অবৈধ অনুপ্রবেশে সাহায্যকারী ১জন বাংলাদেশী দালালকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক ও চোরাচালানী পণ্য চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ৪জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।