ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে থেতলে যাওয়া মোঃ মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিককের দুই পা কেটে ফেলা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে তার পা দু'টো কেটে ফেলা হয়। এর আগে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী জাতীয় মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোঃ মিজানুর রহমান মিলন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে লালমনিরহাটে ফেরার পথে ওই স্থানে পৌঁছালে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পরলে দুই পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই দুই পা থেতলে যায় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়রা জানান, ওই ঢাকা-বুড়িমারী জাতীয় মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা অটোরিকশা যোগে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার্ড করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে সেখানে তার দুটি পা কেটে ফেলতে হয়। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.