ডা. জাকিউল ইসলাম ফারুকী:
প্লাবনের ধারার মতো
বয়ে যায় করোনার জল
সবখানে,
শীতের শেষে নুতন পাতায় ফুলে
ফলে সজ্জিত এই বসুধা,
কেমন বিবর্ন আজ,
হেঁটে যেতে মনে পরে যায়
অসম্ভব সতর্কতায়,
কে যেনো পশ্চাতগামী,
বুকের মধ্যে নামে
নীল নব্য স্রোতধারায়,
করোনার বেদনা।
কি হবে এরপর
মনের মধ্যে প্রলাপ বাসা বাঁধে
আবার শীত আসছে,
পাতা ঝরার বেলায়
মনে হবে,
গ্রীষ্মে এবার একেবারেই
আনন্দে মাতিনাই,
এতো কষ্ট, এতো মৃত্যু রেখে
সমুখের পানে তাকাই
আরো কতোটা সময় যাবে
পুরাতন পৃথিবীটা ফিরে পেতে
মনে হয়,
সে-ফিরে আসবেনা কখনো।
সোমবার, ২৭/৭/২০২০
টিনটন ফলস্, নিউজার্সি।
ক্যাপশন: আটলান্টিক মহাসাগরের পাড়ে থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.