লালমনিরহাটে ব্যবসায়িক সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) লালমনিরহাট সদর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আইফার্মার লিমিটেড এবং উইনরক ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ ব্যবসায়িক সংযোগ স্থাপন কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে স্থানীয় কৃষি ও ব্যবসায়িক খাতকে এগিয়ে নিতে ব্যবসায়ী, উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আইফার্মার লিমিটেডের আউটপুট মার্কেটের আঞ্চলিক সোর্সিং অফিসার মোঃ আবু সুফিয়ান বাঁধন, সিনিয়র প্রকিউরমেন্ট ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, ফার্মার ফাইনালসিং অপারেশনের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রকিবুজ্জামানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নিয়ে অংশগ্রহণকারীদের জন্য আধুনিক প্রযুক্তি, ব্যবসায়িক কৌশল এবং কৃষি খাতের উন্নয়নে নতুন ধারণা তুলে ধরেন। কর্মশালায় বিশেষভাবে স্থানীয় কৃষকদের আধুনিক চাহিদাভিত্তিক চাষাবাদ এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কর্মশালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা জানায়, এই ধরনের আয়োজন তাদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারের সুবিধা এবং বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় বক্তারা জানান, আইফার্মার এবং উইনরক ইন্টারন্যাশনাল স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও কার্যকরভাবে গড়ে তুলতে কাজ করছে। তাদের এই উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.