লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির সীমান্ত হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বিজিবি টহলদল কর্তৃক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৯ জানুয়ারি) আনুমানিক ১৪১৫ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বালারহাট বিওপি সীমান্ত পিলার ৯৩৩/১০ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিশা কোটাল নামক স্থান হতে ভারতীয় ২ জন নাগরিক শ্রী সৌরভ কুমার (১৮), গ্রাম-গড়খালি, পোষ্ট-মহেশটারী, থানা-উষ্টি, জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা এবং মোছাঃ রেশমা মন্ডল জান্নাত (২৮), গ্রাম+পোষ্ট+থানা-নাধন ঘাট, জেলা-পূর্ব বর্ধমানকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এবং বর্ণিত ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্যকারী বাংলাদেশী দালাল মোঃ ইউসুফ আলী (২২), গ্রাম-কাশিরডাবা, পোষ্ট+থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রামকে বিজিবি টহলদল কর্তৃক আটক করে। আটককৃত ব্যক্তিদের ফুলবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি উক্ত ভারতীয় নাগরিক এবং অবৈধ অনুপ্রবেশে সাহায্যকারী বাংলাদেশী দালাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোন ধরনের অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.