-সাকি:
পৃথিবীটা অনেক সুন্দর।
বাংলাদেশের বাইরে যখন থাকি, তখন দেশের মানুষের জন্য খুব কষ্ট হয়।
কতো আনন্দ সারা পৃথিবীতে ছড়ানো, আর আমরা ষাট বছর ধরে, রাজনৈতিক ভাবে সম্পূর্ন দেউলিয়া একটা জনপদের জন্য, সুখে থাকার জন্য লড়াই করে গেছি।
অন্য কারো সুখ শান্তি দেখলে আমরা নড়ে চড়ে বসি।
কেমন করে তার ক্ষতি করা যায়, এর ফন্দি করি।
অথচ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার নিয়েই, আমরা পৃথিবীতে এসেছিলাম।
এর পরও পৃথিবীতে অজস্র ভালো মানুষ আছে, যাঁদের কারনে একটা সুন্দর পৃথিবী আমরা সব সময় দেখতে পাই।
আসুন সবাই সুন্দরের স্বপ্ন দেখি।