লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কয়েকজন যুবক এসে প্রকাশ্যে চুরি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে ওই বাসটি চুরির ঘটনা ঘটে।
বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক।
জানা যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করতো হাবিব পরিবহনের ওই বাসটি। বাসটির সমস্যা থাকায় কয়েকদিন ধরে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) এ রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে কোন কিছু বুঝে উঠার আগেই দ্রুত বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট করে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে সিসি ক্যামেরা দেখে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.