লালমনিরহাটে জেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধ ও দূর্যোগ সতর্কবার্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদের সম্মেলন কক্ষে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়িত এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার (এনডিসি, আরডিসি, এলএও, জিসিও ও অন্যান্য শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার নূর । এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন লালমনিরহাটের ডিএই একেএম ফরিদুল হক, লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন, লালমনিরহাট তথ্য অফিসার মোঃ হায়দার আলী, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার, ডেমোর সহকারী পরিচালক মোঃ সাজেদুল ইসলাম, লালমনিরহাট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজাউল করিম, লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, লালমনিরহাট টিটিসির ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডল প্রমুখ।