তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট সদর উপজেলার ২নং খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে দরিদ্র শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব লালমনিরহাট।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রোটারি ক্লাব অব লালমনিরহাটের সহযোগিতার ওই বিদ্যালয়ের ৫০জন শীতার্ত ক্ষুদে শিক্ষার্থীদের কম্বল প্রদান করা হয়।
এ সময় রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মঞ্জুর আলম, প্রেসিডেন্ট ইলেক ডাঃ কাসেম আলী, রোটাঃ লিয়াকত আলী ভূঁইয়া, এস এম রফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম মাজেদ, ২নং খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।