শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কলাচাষে ঝুঁকছে লালমনিরহাটের চাষিরা, প্রতি হাটে অর্ধকোটি টাকার বেচাকেনা লালমনিরহাটে জেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধ ও দূর্যোগ সতর্কবার্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সহকারী অ্যাটর্নি-জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাটের রোহানি সিদ্দিকা লালমনিরহাটের ঐতিহ্য নদীতে মাছ ধরার কাঠাল দি‌য়ে মাছ শিকার তিস্তার ক্ষুদে শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অব লালমনিরহাট লালমনিরহাটে আগামী ১৮ জানুয়ারি বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি’র তাফসীরুল কুরআন মাহফিল লাশের মুক্তি লালমনিরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলাম কার্যালয় ও পাঠাগার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ
লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল এস্টেট অফিস ও রেলওয়ে ল্যান্ডস্ এন্ড বিল্ডিংস বিভাগ।

 

রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের মোগলহাট গেটস্থ খোঁচাবাড়ি মৌজা এলাকায় এ অভিযান শুরু হয়।

 

ওই এলাকার বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন নিম্ন তফসিলবর্ণিত রেলভূমিতে কোন অনুমতি গ্রহণ ব্যতীত অবৈধভাবে সেমি পাকা/পাকা/টিনসেট/কাঁচাসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন এবং উক্ত রেলভূমি অবৈধভাবে দখলে রেখেছেন এ রুপ ব্যবসা প্রতিষ্ঠানে এ উচ্ছেদ অভিযান চালায়।

 

ওই ব্যবসায়ীরা রেলওয়ের আনুমানিক ০.৫০ একর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এর আগে রেল কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ প্রদান করেন। কিন্তু সে জায়গা ছেড়ে না দেয়ায় ভেক্যু দিয়ে স্থাপনা গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ।

 

এ উচ্ছেদ অভিযানের সময় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল এস্টেট অফিসার (অঃদাঃ) ও রেলওয়ে ল্যান্ডস্ এন্ড বিল্ডিং বিভাগের ডেপুটি কমিশনার নাজিব কায়সার, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কানুনগো মঞ্জুরুল হকসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, রেলওয়ে প্রকৌশল বিভাগসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল এস্টেট অফিসার (অঃদাঃ) ও রেলওয়ে ল্যান্ডস্ এন্ড বিল্ডিং বিভাগের ডেপুটি কমিশনার নাজিব কায়সার স্বাক্ষরিত উচ্ছেদের নোটিশ সূত্রে জানা গেছে, এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, যেহেতু আপনি/আপনারা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন নিম্ন তফসিলবর্ণিত রেলভূমিতে কোন অনুমতি গ্রহণ ব্যতীত অবৈধভাবে সেমি পাকা/পাকা/টিনসেট/কাঁচাসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন এবং উক্ত রেলভূমি অবৈধভাবে দখলে রেখেছেন; এবং যেহেতু বিভিন্ন সময়ে একাধিকবার বাধা/স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা প্রদান করা সত্ত্বেও আপনি/আপনারা উল্লিখিত রেলভূমি হতে অবৈধ স্থাপনা অপসারণ না করে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রেখে অবৈধভাবে রেলভূমি দখল করে রেখেছেন; এবং যেহেতু আপনারা রেলভূমিতে অবৈধ দোকানঘর/স্থাপনা নির্মাণ করে বাংলাদেশ রেলওয়ের রাজস্বসহ অন্যান্য ক্ষতি সাধন করছেন। সেহেতু আপনাকে/আপনাদেরকে আগামী ১১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে নিম্ন তফসিলবর্ণিত রেলভূমি হতে দোকান ঘর/স্থাপনা অপসারণপূর্বক রেলভূমি খালি করে এর নিষ্কন্টক দখল এ বিভাগের সংশ্লিষ্ট কানুনগো/আমিন/এসএসএই (কার্য) /এসএসএই (ওয়ে)-কে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায়, বিধি মোতাবেক আগামী ১২ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে রেলভূমি হতে অবৈধ দোকানপাট/স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ এর ধারা ৫(১) মোতাবেক এ নোটিশ জারী করা হলো। রেলভূমির তফসিল জেলা লালমনিরহাট উপজেলা লালমনিরহাট সদর মৌজা খোঁচাবাড়ি, জেএল নং ১৭, খতিয়ান এবং দাগ নং সিএস খতিয়ান নং ৪৭১, সিএস দাগ নং ১০৩৮, ১০৪১, ১০৪৩, ১০৪৫, ১০৪৬, ১০৪৮, ১০৫০, জমির পরিমাণ আনুমানিক ০.৫০ একর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone