লালমনিরহাটে ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড় এলাকায় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ব্র্যাক শিক্ষা কর্মসূচি-স্যোশাল এন্টারপ্রাইজের আয়োজনে এ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান (জিএস বাবু)। এতে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন, ব্র্যাক এরিয়া ম্যানেজার আনিছুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলম, বিশিষ্ট ঠিকাদার একেএম শাহাদাত হোসেন। এ সময় ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।