লালমনিরহাটে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগান নিয়ে ১ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বাদ আছর লালমনিরহাটের ফুলগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফুলগাছ নূরানী ক্যাডেট ও হাফিজিয়া মাদরাসার উদ্যোগে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
অবঃপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব মোঃ গমীর উদ্দিন-এঁর সভাপতিত্বে প্রধান তাফসীরকারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন, গবেষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতী আব্দুল্লাহ্ আল-মামুন মাদারীপুরী আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ও ধর্মীয় আলোচক- আর টিভি, যমুনা টিভি ও চ্যানেল ২৪। দ্বিতীয় তাফসীরকারক ছিলেন মাসলিসুল মোসসিরিন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী ও খেদাবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওঃ লুৎফর রহমান আনছারী। এতে বিশেষ আলোচক ছিলেন লালমনিরহাট রেলওয়ে ট্রেনিং স্কুল জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন মজনু। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন নিউজ ২৪ রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রংপুর সংবাদের সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, অবঃপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী, মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল মজনু, সিনিয়র সহ-সভাপতি শেখ শহিদউল্লাহ (রনজু), সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন, সোনার দীঘী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গাজী রমজান, বাংলাদেশ সেনা বাহিনীর অবঃপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা খোদাবকস্, মোগলহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ২নং ফুলগাছ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ২নং ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহির উদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর আলী, এমবিবিএস বিসিএস স্বাস্থ্য, ব্রেন অ্যান্ড মাইন্ড বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম, এমবিবিএস সিসিডি বার্ডেন ডাঃ মোঃ হিরা মিয়া, ২নং ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, ফুলগাছ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি মোঃ হযরত আলী মুন্সি, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক, ৭নং ওযার্ডের ইউপি সদস্য ডা. মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জীবন মিয়া, অবঃপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মীর শহিদ। এ সময় মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, ফুলগাছ নূরানী ক্যাডেট ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।