লালমনিরহাটের কাজীপাড়া তা’লীমুল কুরআন মাদ্রাসার নূরানী প্রি-ক্যাডেট শাখার উদ্বোধনী ক্লাস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) লালমনিরহাট সদরের পূর্ব থানাপাড়া কাজীপাড়াস্থ কাজীপাড়া তা’লীমুল কুরআন মাদ্রাসার আয়োজনে নূরানী প্রি-ক্যাডেট শাখার এ উদ্বোধনী ক্লাস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ফাহিদ হাসান। গজল করেন শাহিনুর ইসলাম সিহাব, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিম খানার পরিচালক তৌহিদুল ইসলাম সুমন প্রমুখ। বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দীন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মইনুল হক রানা, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, অত্র মাদ্রাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান ফয়েজী, মোহতাসীন অলহাজ্ব গাজিউর রহমান, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল খায়ের বাশার রুবেল, মসজিদ মাদ্রাসার উপদেষ্ঠা কমিটির সদস্য নজরুল ইসলাম, নায়েমে মোহতামীম হাফেজ মাওলানা শাকিরুল ইসলাম প্রমুখ। এ সময় কাজীপাড়া তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।