লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত ২৬ ডিসেম্বর হতে ১ জানুয়ারি পর্যন্ত ৭দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ২জন চোরাকারবারীসহ ৬লক্ষ ২০হাজার টাকার চোরাচালানকৃত অবৈধ দ্রব্য আটক করে।
এর মধ্যে ১৫ বিজিবি’র বনচৌকি, ঝাউরানী, লোহাকুচি ও কাশিপুর বিওপির সীমান্ত হতে ২লক্ষ ৫১হাজার টাকা মূল্যের ৪শত ৪০বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১শত ৮১বোতল ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আসামী আটক করা হয়।
এছাড়া মোগলহাট বিওপি’র সীমান্ত হতে ৮হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি, কুলাঘাট বিশেষ ক্যাম্প, মোগলহাট, গংগারহাট ও অনন্তপুর বিওপির সীমান্ত থেকে ৩লক্ষ ৫২হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়েছে।
জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এছাড়া মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ২জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।
সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হয় তেমনি বাংলাদেশ হতে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বনচৌকি ও লোহাকুচি বিওপির সীমান্ত হতে ভারতে পাচারকালে ৯হাজার টাকা মূল্যের বাংলাদেশী ধানের বীজ আটক করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি উক্ত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.