লালমনিরহাটে অসহায়, দুস্থ শিল্পীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের সাপটানা (আদর্শ পাড়া) রোডে সম্মিলিত সাংস্কৃতি ফোরাম কার্যালয় চত্বরে ডুন্যাশন ফাউন্ডেশন ট্রাষ্টের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম লালমনিরহাটের তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে অসহায়, দুস্থ শিল্পীদের কাছে শীতবস্ত্র হিসাবে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।
কম্বল প্রাপ্ত সংগঠনগুলো হলো- রত্নাই থিয়েটার, মন্দিরা, ভাটিবাড়ী উত্তরণ সঙ্গীত নিকেতন, ভাটিবাড়ী লোকনাট্য দল, গ্রাম বাংলা বাউল শিল্পীগোষ্ঠী, নিউ স্টার পুতুল নাচ, কাজলী পুতুল নাচ, ম্যাস্-কমিউনিকেশন সেন্টার (এমসিসি)।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক সূফী মোহাম্মদ, রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ-এঁর উপস্থিতিতে উক্ত সংগঠনগুলোকে শীতবস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গত চারটি বছর ধরে নিরলসভাবে বিপদাপন্ন মানুষের জন্য সারা দেশে কাজ করে যাচ্ছে ডুন্যাশন ফাউন্ডেশন ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের মাধ্যমে শতাধিক দুস্থ শিল্পীদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সকল সাংস্কৃতিক সংগঠন ডুন্যাশন ফাউন্ডেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।