লালমনিরহাটে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” স্লোগান নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এ ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বনায়ক হামিদুর রহমান, সবুজ মিয়া, অ্যাড. শামসুল হক, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫০হাজার টাকার চেক প্রদান করেন ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ওয়াকাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন ও শারিরীক প্রতিবন্ধীরাও গান ও নৃত্য পরিবেশন করেন।