দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে হঠাৎ জেঁকে বসেছে শীত। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মিলছে না।
শীতের তীব্রতা বাড়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।
রাস্তা-ঘাটগুলো রয়েছে প্রায় ফাঁকা। গুঁড়ি গুঁড়ি আকারে কুয়াশার কণা সকালে পড়েছে।
এ অবস্থায় খেটে-খাওয়া সাধারণ মানুষজন পড়েছেন বিপাকে।
এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রিক্সা, অটোরিকশা ও ইজিবাইক চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে।
সেই সাথে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে অনেকাংশে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় আকাশ মেঘে ঢেকে থাকার কারণে সূর্যের দেখা মিলছে না।
এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।