লালমনিরহাটে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে একযোগে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।
বই বিতরণ করেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।