লালমনিহাটের শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিন-এঁর মৃত্যুতে শোক সভা ও “সর্বশ্রেষ্ট জয়িতা” নাসিমা বানুকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট জেলা শহরের নামাটারী এলাকায় মরহুমের হাজী তসলিম উদ্দিন-এঁর বাড়িতে এ শোক সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
মরহুমের হাজী তসলিম উদ্দিন-এঁর সহধর্মিণী নাসিমা বানু-এঁর সভাপতিত্বে শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিলন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ারুল ইসলাম শামিম, এ্যাডভোকেট ইমাম রোজীন, সহকারী অধ্যাপক তৌহিদা তসলিম আইভি, সহকারী অধ্যাপক তারানা তসলিম ঝর্না, এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান প্রমুখ।
একই সভায় মরহুম শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিনের হাতে গড়া প্রতিষ্ঠান সেন্টার ফর এগ্রিকালচার এন্ড সোসিও-ইকোনমিক এ্যাডভান্সমেন্টস (চাষা)র প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মরহুমে ছেলে ডক্টর তালাত নাসিমের সহায়তায় মোট ৩৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গত ২০০৮ সাল থেকে প্রতিষ্ঠানটি এই শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।