লালমনিরহাটে অগ্রযাত্রা প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্কিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে লালমনিরহাট জেলায় জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্কিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবীদ মুনীর হোসেন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়োনাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ এরফান মন্ডল এবং অন্যান্য কর্মকর্তাগণ ছাড়াও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
প্রকল্পটি উইনরক ইন্টারন্যাশনালের সহোযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর মাধ্যমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলা ও ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য যে, কর্মশালাটির মাধ্যমে জলবায়ু পরিবর্তন কিভাবে মানব পাচারকে প্রভাবিত করছে এসবের আন্তঃসম্পর্কিত বিষয় নিয়ে গঠিত মডিউলের উপড় বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.