লালমনিরহাটে নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোড আলোরুপা মোড়ে উক্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের আয়োজনে শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন লালমনিরহাট সদর হাসপাতলের তত্ত্বাবধায়ক (অবঃ) ডাঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন সাপ্তাহিক লালমনির কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান (জিএস বাবু), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল লিমিটেড জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, ডাঃ বাদিউর জামান, পল্লী চিকিৎসক এনামুল হক প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন জজ কোর্টের ইমাম মাওলানা এমদাদুল ইসলাম।