লালমনিরহাটের ৩টি উপজেলায় ২৫টি গীর্জায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে শুভ বড়দিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার গীর্জা সমূহে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিন ব্যাপী চলে।
শুভ বড় দিন অনুষ্ঠান যে সমস্ত গীর্জায় উদযাপিত হয়েছে তা নিম্নরূপ- লালমনিরহাট সদর উপজেলার ১০টি গীর্জা- চার্চ অব গড, লালমনিরহাট। ফেলোসিফ চার্চ, এয়ারপোর্ট রোড, লালমনিরহাট। ঈশ্বরের মন্ডলী (চার্চ অব গড), লালমনিরহাট। লালমনিরহাট সেক্রেডহার্ট রোমান ক্যাথলিক চার্চ, লালমনিরহাট। চার্চ অব গড বড়বাড়ী মন্ডলী, শিবরাম, বড়বাড়ী, লালমনিরহাট। বড়বাড়ী ব্রাদারেন চার্চ অব বাংলাদেশ, লালমনিরহাট। নিউ এ্যাপোস্টোলিক চার্চ অব বাংলাদেশ, বড়বাড়ী, লালমনিরহাট। দেউতি এজি চার্চ, দেউতির হাট, লালমনিরহাট। পিবিটি চার্চ, চরফলিমারী, মোগলহাট, লালমনিরহাট। ফেইথ বাইবেল চার্চ অব গড, কুরুল, মোগলহাট, লালমনিরহাট।
আদিতমারী উপজেলার ১১টি গীর্জা- পি.বি.টি চার্চ, উত্তর গোবধা, দূর্গাপুর ইউপি। চার্চ অব গড, কালীর চওড়া, কমলাবাড়ী ইউপি। চার্চ অব গড, চন্দনপাঠ, কমলাবাড়ী ইউপি। নব পৈরিতিক চার্চ, কালির চওড়া, কমলাবাড়ী ইউপি। হাউজ চার্চ অব বাংলাদেশ, তালুক হারিদাস, সারপুকুর ইউপি। ইম্মানুয়েল চার্চ অব বাংলাদেশ, তালুক হারিদাস, সারপুকুর ইউপি। ইম্মানুয়েল চার্চ অব বাংলাদেশ, পশ্চিম দৈলজোড়, সাপ্টিবাড়ী ইউপি। সি. এ. বি চার্চ, পশ্চিম দৈলজোড়, সাপ্টিবাড়ী ইউপি। পি.বি.টি চার্চ, বুড়ির চওড়া, ভাদাই ইউপি। পি.বি.টি চার্চ, চন্দনপাট পাবনা পাড়া, কমলাবাড়ী ইউপি। ফেইথ বাইবেল চার্চ অব গড, পূর্ব দৈলজোড় সাপ্টিবাড়ী ইউপি।
কালীগঞ্জ উপজেলার ৪টি গীর্জা- চার্চ অব গড, ঘোঙ্গাগাছ, গোড়ল ইউপি। চার্চ অব গড, বান্দেরকুড়া, চলবলা ইউপি। চার্চ অব গড, দুহুলী, চলবলা ইউপি। চার্চ অব গড, কাকিনা, কাকিনা ইউপি।
এ সময় গীর্জার সকলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।