শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন লালমনিরহাটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন ২০২৪ উদযাপন লালমনিরহাটে কবি হেলাল হাফিজ স্মরণ স্মরণে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৬নং ওয়ার্ড বিএনপি পুর্ণগঠন উপলক্ষ্যে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত লালমনিরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে ক্রোসিং ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফল ঘোষণা ও বড়দিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রীশ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাটে রেলওয়ে এমপ্লয়ীজ লীগ বিভাগীয় শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে নিজস্ব আত্মীয়ের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হয়রানি অপমানিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শামসুল আলম ও তার বোনের পরিবারবর্গ।

 

সংবাদ সম্মেলনে উল্লেখ করে শামসুল আলম বলেন, আবারও দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় নিজ ভাই ভাতিজাগণের দ্বারা আমি আমার মা ও আমার দুই বোন দীর্ঘ দিন যাবৎ সম্পত্তি থেকে বঞ্চিত। আমরা মৃত বছির উদ্দিনের ওয়ারিশ হওয়া সত্ত্বেও আমাদেরকে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বাকী ভাইয়েরা বঞ্চিত করে রেখেছে বিভিন্ন প্রভাব খাটিয়ে। আমার মা শেষ বয়সে অসহায় জীবন যাপন করে বিনা চিকৎসায় মৃত্যু বরণ করেন। নেছিরন নেছা অনেক লাঞ্চিত অবস্থায় মৃত্যু বরণ করেন ও আকলিমা বেগম বর্তমানে মানবতার জীবন যাপন করছে।

 

আমরা অনেক বার এলাকার গন্যমান্য সম্মানি ব্যক্তিবর্গের মাধ্যমে আমার মায়ের ও বোনের পৈত্রিক সম্পত্তি দাবি করিলে। তারা বিগত ফ্যাসিষ্ট সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। আমার পিতা মৃতঃ বছির উদ্দিনের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে গত ১৮/১২/২০২৪ তারিখে নির্মিত একটি টিনের ঘর একটি চালাসহ ১৫/২০টি সুপারির চারা ও ১০/১২টি গাছ কেটে নিয়ে যায়। মোঃ রেজাউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সফিউল ইসলাম সকলের পিতাঃ আপতাপ উদ্দিন এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার বাহিনীর সদস্য ওয়ার্ড সভাপতি মোঃ সাজেদুল ইসলাম স্বাধীন।

 

আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদেরকে এবং আমার বড় বোনের ছোট ছেলে মোঃ মাহবুবুর রহমান নয়নকে তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদানসহ ও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল এবং বর্তমানে ও চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone