লালমনিরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রাশসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান মনসুর আলী সরকার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হীরা লাল রায়, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস হোসেন, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, কোষাধ্যক্ষ শ্রী কামাক্ষ্যা চরন রায়, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ আলী, সৈয়দ নজরুল ইসলাম, শ্রী জগদীশ চন্দ্র সরকার, মোছাঃ ফাতেমা খাতুন, মোঃ বজলার রহমান, সুবল চন্দ্র বর্মন, মোঃ ফজলে এলাহী প্রধান, ফরিদা ইয়াসমিন, কালীপদ রায়, মোঃ আবু তালেব মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শিক্ষা বৃত্তি, এককালীন, সাধারণ চিকিৎসা/ কন্যার বিবাহ, জটিল চিকিৎসা মোট ৭৮জনকে ৮লক্ষ ৪৪হাজার অনুদানের টাকার চেক বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.