লালমনিরহাটে ক্রোসিং ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট জেলা শহরের খ্রিষ্টীয় উপাসনালয় সংলগ্ন মাঠে ক্রোসিং ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ ভার্ষণের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ইংলিশ মিডিয়ামের প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়।
পরে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে কেককাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এ সময় ক্রোসিং ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক রেভারেন্ট তপন কুমার বর্মন, স্কুলের ভাইস প্রিন্সিপাল মাইকেল রবিন সরকারসহ স্কুলের অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।