লালমনিরহাটে শ্রীশ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) লালমনিরহাটের থানারোডস্থ কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গামন্দির উৎসব অঙ্গনে লালমনিরহাটের কৃষ্ণ সংঘের উদ্যোগে এ শ্রীশ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক নূরন্নবী মোস্তফা, সার্বজনীন মহানামষজ্ঞ উদযাপন পরিষদ-২০২৪ এর উপদেষ্টা শ্রী হীরালাল রায়, সভাপতি শ্রী দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কর্মকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সূচি অনুযায়ী শুক্রবার (২০ ডিসেম্বর) শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও অধিবাস কীর্তন। শনিবার হতে রবিবার পর্যন্ত (২১ হতে ২২ ডিসেম্বর) ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীশ্রী অষ্টকালীন লীলা কীর্তন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মহাপ্রভুর ভোগরাগ ও মহোৎসব। বুধবার (২৫ ডিসেম্বর) মহন্ত বিদায় ও নগর কীর্তন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, লালমনিরহাটে বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।