লালমনিরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা দল) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকারসহ লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা দল) এর খেলা অনুষ্ঠিত হবে।