শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাটে ইটভাটায় যাচ্ছে ফসলি জমির মাটি! লালমনিরহাটের সাকোয়া ব্লকে সমলয় পদ্ধতিতে ব্রিধান-৯২ ধানের বীজতলা তৈরি হচ্ছে! লালমনিরহাটের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনসংযোগ মেলার শুভ উদ্বোধন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে! লালমনিরহাটে বিজয় দিবস রোলবল, স্পিড স্কেটিং ও রোপ স্কিপিং প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৫নং ওয়ার্ড পৌর বিএনপি’র পুনর্গঠন উপলক্ষ্যে যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আগাম জাতের কেশর চাষ করছে লালমনিরহাটের কৃষকেরা সাধারণ মানুষের ভোগান্তির এক নাম জেলা প্রশাসকের কার্যালয় বিষন্ন আরতি
লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে!

লালমনিরহাটে দিন দিন খেজুর রসের কদর বাড়ছে!

লালমনিরহাটে শীতের সাথে সাথেই দিন দিন খেজুর রসের‌ কদর বাড়ছে। বছর জুড়ে খেজুর গাছ অযত্ন আর অবহেলায় পরে থাকলেও শীতে শুরু হয় ব্যাপকভাবে রসের চাহিদা।

 

গ্রামীণ মেটো পথ ও সবুজে ঘেরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা খেজুরগাছগুলো এখন গাছিদের দখলে। লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় খেজুর গাছের রস সংগ্রহ ও গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পাড় করছেন গাছিরা। এখন মাঠে ময়দানে, রাস্তায় খেজুর গাছে দেখা মিলছে গাছির। গাছিরা খেজুর গাছকে সুন্দর করে পরিস্কার করে গাছের বুক চিরে রস বের করে। গ্রাম বাংলায় ঘরে ঘরে শীতের সকালে নাস্তাতে রসের সাথে মুড়ি খাওয়ার প্রচলন রয়েছে দীর্ঘদিনের।

 

শীতকালীন পিঠাপুলি, পায়েসসহ রকমারি খাবার তৈরিতে রস ও খেজুরগুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। খেজুরের রসের পায়েস, পিঠে, পুলি, ক্ষীর, সন্দেশ, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ পিঠাসহ হরেক রকমের বাহারি পিঠা তৈরি করা হয়।

 

আবার অনেকে গাছিদের কাছ থেকে টাটকা রস সংগ্রহ করে তা পান করে থাকেন। আকার ভেদে প্রতিটি গাছ থেকে ১২ঘন্টায় ৪-১০লিটার খেজুরের রস সংগ্রহ করা হয়।

 

বর্তমানে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ দোকানগুলোতে শীতের মৌসুমের পিঠার সাথে সাথে সকাল ও বিকাল বিক্রি হচ্ছে খেজুরের রস, স্বাদ নিচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ। এক গ্রাস রস সর্বোচ্চ ১০-১৫ টাকায় বিক্রি হয়। শুধু রস বিক্রি করে অনেকটাই আর্থিক ভাবে লাভবান হচ্ছে গাছিরা।

 

লালমনিরহাটের বড়বাড়ী বাজারে শিমুলতলা বাস কাউন্টারের ‌সামনে দেখা যায়, একজন গাছি খেজুরের রসের ভার সাজিয়ে রাস্তার পাশে বসে আছে।‌ আর পথচারীরা সড়কে দাঁড়িয়ে গ্লাসে গ্লাসে রস পান করছেন।

 

অনেকেই নিজে খেয়ে পরিবারের জন্যও নিয়ে যাচ্ছে। কথা হয় গাছির রস খেতে দাঁড়িয়ে পড়া মিজানুর রহমান (২৮) এর সাথে। তিনি বলেন, শীতে খেজুরের রস কার না ভালো লাগে। শীত আসলেই রস খেতে মন চায়। ছোট বেলা থেকে খেজুরের রস খাওয়া আমার অভ্যাস। খেজুরের রসের স্বাদই আলাদা। যেটা অন্য কোন রসে নেই। তাই ১৫ টাকা করে ২ গ্লাস রস খেলাম।

 

তিস্তাপাড়ের গাছি রস বিক্রেতা তরেজামাল (৪৩) বলেন, আমি অনেক পরিষ্কার ও স্বাস্থ্য সম্মতভাবে রস বিক্রি করি। প্রতিদিন ১ থেকে ২হাজার টাকার রস বিক্রি হয়। মাঝে মাঝে তাঁর থেকেও বেশি টাকার বিক্রি হয়।

 

তিনি বলেন, আমরা গাছিরা শীতের শুরুতেই খেজুর গাছের রস সংগ্রহ করতে শুরু করি। তবে আরও আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আর এই খেজুর বাগান মৌসুম ভিত্তিতে লিজ নিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করি। আবার সেইসব গুড় তৈরি করে বাজারে বিক্রি করি।

 

বড়বাড়ী বাজারের মোঃ জাহিদ হোসেন (৪০) বলেন, গত ১০ থেকে ১৫বছর আগেও লালমনিরহাটে সদর এলাকায় যে পরিমাণ খেজুর গাছ ছিলো এখন তা অর্ধেকেরও কম হয়ে গেছে। মানুষ প্রয়োজনে আবার কিছুটা অপ্রয়োজনে খেজুর গাছ কেটে ফেলছে, এক সময় খেজুর গাছের ঐতিহ্য হারিয়ে যাবে। এ জন্য দ্রুত সবাই কে উদ্যোগ নিয়ে বেশি বেশি খেজুর গাছ রোপণ করতে হবে।

 

ডা. মোঃ সাইদুল ইসলাম বলেন, খেজুর রস সুস্বাদু ও উপকারী পানীয়। তবে এই খেজুরের রসে রোগ জীবাণু থাকার আশঙ্কা রয়েছে। তাই কাঁচা খেজুর রস ফুটিয়ে খেতে পারলে রোগ জীবাণু ছড়ানোর আশংকা অনেকাংশেই কম থাকবে। তাই নিজের কথা চিন্তা করে সবাইকে খেজুর ও তালের রস ফুটিয়ে খাওয়া উচিত।

 

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষায় খেজুর গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া খেজুরের রস ও গুড় গ্রাম বাংলার ঐতিহ্য।

 

তিনি বলেন, আগে যে পরিমাণ খেজুর গাছ ছিলো বর্তমানে তাঁর অর্ধেকে নেমে এসেছে। জেলার বিভিন্ন গ্রামে খেজুর গাছের সঠিক পরিচর্যা করা হলে তার থেকে বাণিজ্যিকভাবে আয় করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone