লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৫নং ওয়ার্ড পৌর বিএনপি'র পুনর্গঠন উপলক্ষ্যে যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) লালমনিরহাটের উত্তর সাপটানাস্থ লালমনিরহাটের ৫নং ওয়ার্ড পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ যৌথ কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম লিটন-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মকবুল হোসেন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সালাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, জাহেরুল হক জিহাদ। এ সময় ৫নং ওয়ার্ড পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫নং ওয়ার্ড পৌর বিএনপি'র উপদেষ্টা মন্ডলীঃ সোলায়মান প্রামানিক, সেকেন্দার আলী, আমির আমজা, নুর ইসলাম নুরু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন, আব্দুর রহমান ভুট্ট, সামছুল মিয়া, তায়েব আলী, মঞ্জুর আলম, শহিদুল ইসলাম। সভাপতিঃ সাইফুল ইসলাম লিটন। সিঃ সহঃ সভাপতিঃ খলিলুর রহমান। সহঃ সভাপতিঃ আসলাম, আলি হোসেন, আইনুল হক, নাছিম চৌধুরী, বাবুল মিয়া, আবুল কালাম আজাদ, মনির হোসেন, কফিল উদ্দিন, মফিজুল ইসলাম। সাধারণ সম্পাদকঃ মকবুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদকঃ শাহিন আলম বাবু, আকরামুল হক তপন, শহিদুল ইসলাম হাফিজ, হাসিবুল ইসলাম। সাংগঠনিক সম্পাদকঃ আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন, আমিনুল ইসলাম সুমন, লিটন হোসেন, বেলাল হোসেন। কোষাধ্যক্ষ্যঃ জাহেদুল ইসলাম। প্রচার সম্পাদকঃ মাসুদ রানা। দপ্তর সম্পাদকঃ রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা বিঃ সম্পাঃ জীবন মিয়া। আইন বিঃ সম্পাদকঃ বাবু মিয়া। শিক্ষা বিঃ সম্পাদকঃ একরামুল হক। স্থানীয় সরঃ বিঃ সম্পাঃ শফিকুল ইসলাম শফিক। যুব বিষয়ক সম্পাদকঃ আতাউর রহমান আতা। সমাজ কল্যাঃ বিঃ সম্পাঃ বাছের উদ্দিন। ত্রান পূর্ণবাসন বিঃ সম্পাঃ হাসেম আলী। তথ্য ও গবেঃ বিঃ সম্পাঃ রেজাউল ইসলাম। ক্রিয়া বিঃ সম্পাদকঃ নুর ইসলাম মঞ্জু। সাহিত্য ও সাংস্কৃতিঃ জাহেদুল ইসলাম। মহিলা বিঃ সম্পাদকঃ লাভলী পারভীন। প্রশিক্ষণ বিঃ সম্পাদকঃ রফিকুল ইসলাম রফিক। ছাত্র বিঃ সম্পাদকঃ রাহাদুল ইসলাম টিপন। শ্রমিক বিঃ সম্পাদকঃ আব্দুল হক। কৃষি বিঃ সম্পাদকঃ আল আমিন সরকার। গণ শিক্ষা বিঃ সম্পাঃ নুর ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাঃ আমিন মিয়া। সহঃ ধর্ম বিঃ সম্পাঃ আব্দুর সামাদ বাবলু। পরিঃ কল্যাঃ বিঃ সম্পাঃ নুর ইসলাম গেনা। সমবায় বিঃ সম্পাঃ জালাল উদ্দিন জালাল। গ্রামঃ সরঃ কল্যাঃ বিঃ সম্পাঃ ছকিমুদ্দিন ঝন্টু। স্বনির্ভর বিঃ সম্পাঃ চাঁন মিয়া। শিশু বিঃ সম্পাঃ জেসমিন আরা। সদস্যঃ জাহিদ হাসান মজনু, আব্দুর সালাম, জাকির হোসেন মাসুদ, জাহিদ হাসান নিশাদ, নুর ইসলাম টিটুল, জহুর আলী, শহিদুল ইসলাম বাবু, আজগার আলী, তালেব আলী, আমিনুর ইসলাম, সৈয়দ আলী সৈয়্যা, ফারহাদ হোসেন, বাহাদুর আলী, নুর হোসেন, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ইমান আলী, সাদ্দাম হোসেন, হায়দার আলী, রতন, রবিকান্ত, ইসলাম, আশরাফুল ইসলাম।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.