:: জাকি ফারুকী ::
অরন্য আর বেশী দিন নেই
তোমার কোলেই মাথা রেখে
নিদ্রার অনন্তলোকে
আমি চলে যাবো অতি ধীর
স্থিরচিত্রে।
পাবেনা দেখা কোন উষ্ণতায়
কোন রৌদ্রোজ্জল প্রভাতে,
তব হাতে রেখে যদি হাত
কাঁদো, আমিও রোদনের বিশুদ্ধ
অশ্রুজলে নেবো তোমার
বিষন্ন আরতি।
১৬/১২/২৪
টিনটনফলস্, নিউজার্সি