মহান বিজয় দিবস-২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যথাযথ ভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসন লালমনিরহাট কর্তৃক দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ২৪মিনিটে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি অনুষ্ঠিত হয়েছে। তোপধ্বনির পর পর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ৯টায় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বীর মুক্তিযোদ্ধা এবং লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১১টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর ও সুবিধামত সময়ে মসজিদ/ মন্দির/ গির্জা/ প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সুবিধামত সময়ে সদর হাসপাতাল/ জেলা কারাগার/ সরকারি শিশু পরিবার/ আল-নাহিয়ান শিশু পরিবার/ এতিমখানায় হাসপাতাল/ জেলা কারাগার/ সরকারি শিশু পরিবার/ আল নাহিয়ান শিশু পরিবার/ এতিমখানায় ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট কলেজিয়েট স্কুল লালমনিরহাটে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী লালমনিরহাট শিশু পার্কে লালমনিরহাট শিশু পার্ক সকাল-সন্ধ্যা সকলের জন্য উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন প্লাকার্ড/ ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার (১৫ ও ১৬ ডিসেম্বর) ২০২৪ সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন/ স্থাপনাসমূহে আলোকসজ্জা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে লালমনিরহাটে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে এ বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আসুন ঐক্যবদ্ধ হই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া লালমনিরহাটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক ও বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহ-সভাপতি লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম এসপিপি কর্তৃক জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করেন। অতঃপর প্রতিষ্ঠানের হলদে পাখি, কাব-স্কাউট, বয়-স্কাউট, গার্ল ইন স্কাউট, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থী কর্তৃক জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১মিনিট নিরবতা পালন করতঃ শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ গ্রহণের আহবান জানিয়ে বক্তব্যে রাখেন। অতঃপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত-নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মিনি ক্রিকেট ম্যাচ ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মহান বিজয় দিবসের অনুষ্ঠান বাস্তবায়নে ঐকান্তিক সহযোগিতার জন্য এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়াও লালমনিরহাটে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, দেয়ালিকা লিখন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে স্কুল চত্ত্বরে বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিথী রাণী, অধ্যক্ষ স্বপ্না জামান, শিক্ষক রাওয়ানা মার্জিয়া, অভিভাবক নূরন্নবী হোসেনসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি লালমনিরহাটে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে এবারেও জাঁকজমকপূর্ণভাবে ১৬দিন ব্যাপী ঐতিহ্যবাহী বউ-জামাই মেলায় বিরাট মৎস্য ও পিঠা মেলা-২০২৪ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ও বিকাল ৩টায় লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে লালমনিরহাটের বড়বাড়ী বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আয়োজনে এ মৎস্য মেলা ও পিঠা মেলা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বউ-জামাই মেলা উদযাপন পরিষদ-২০২৪ এর আহবায়ক এবিএম ফারুক সিদ্দিকী, সদস্য সচিব ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোমবার ১৬ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী এ মৎস্য ও পিঠা মেলা অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.