রনজিৎ কুমার রায়, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনি (২৩) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দুর্ঘটনার ১৪দিন হলেও এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি তার। বর্তমান তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে আছেন।
অপারেশনের পর রোগীর সুস্থ হওয়ার বিষয়ে চিকিৎসাকরাও নিশ্চিত নন। আরও উন্নত চিকিৎসা করানো হলে রজনির বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে। তবে উন্নত চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রায় ৪ থেকে ৫লাখ টাকা দরকার হবে বলে জানান চিকিৎসকরা।
কিন্তু রজনির পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতিমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এমতাবস্থায় তার শখের অক্টোপ্যাডটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।
তাই মেধাবী ছাত্র ও অক্টোপ্যাড বাদক রজনিকে বাঁচিয়ে রাখার আকুল আবেদন জানিয়েছেন তার মা-বাবা। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে সংসারের ব্যয়ভার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা। এমতাবস্থায় রজনির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা-বাবা ও সহপাঠীরা।
রজনিকে চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এবং সহযোগিতা পাঠিয়ে দিন এই মোবাইল নম্বরে: 01706-851384 (বিকাশ)।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.