আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলা ঘটনার ১০দিনেও পুলিশ রেকড করেনি। লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবার।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া গ্রামের মৃত্যু অাব্দুল জব্বারের ছেলে অাবুল কাশেমের বাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অাবেদ অালীর ছেলে অানিছুর রহমানগং পরিকল্পিত ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গত ১৯ মে রোববার সকাল সাড়ে ৬টায় অাবুল কাশেমের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও বেধরক মারপিট করলে অাবুল কাশেমসহ ৪জন গুরুত্বর অাহত হয়। এ সময় হামলাকারীরা লকার ভেঙ্গে নগদ ৪লক্ষ টাকা ও ৩ভরি স্বর্ণ নিয়ে যায়। সকাল বেলা এমন হামলা চালালে এলাকা জুড়ে অাতংক বিরাজ করে। ক্ষতিগ্রস্থ পরিবার জানান, সম্প্রতি তিস্তা বাস স্ট্যান্ডে তাদের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। যার অভিযোগ লালমনিরহাট সদর থানায় দেয়ার পরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় অানিছুর রহমানগং বেপরোয়া ভাবে সন্ত্রাসী কর্মকান্ড একের পর এক চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে অভিযোগ টি লালমনিরহাট সদর থানা এস অাই হাফিজুর রহমান তদন্ত করলে ও রহস্যজনক কারনে মামলা রেকড না হওয়ায় ভূক্তভোগিরা লালমনিরহাট পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।