শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিজিবি কর্তৃক ৪৪লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক লালমনিরহাটে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগব্যাধি! লালমনিরহাটে বেলী সুজ এর শো-রুম শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে ২৫টি গীর্জায় শুভ বড়দিন উদযাপিত পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন লালমনিরহাটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন ২০২৪ উদযাপন লালমনিরহাটে কবি হেলাল হাফিজ স্মরণ স্মরণে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৬নং ওয়ার্ড বিএনপি পুর্ণগঠন উপলক্ষ্যে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
লালমনিরহাটে আইসিটি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে আইসিটি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জীবন গঠন ও তথ্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে আইসিটি কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের চার্চ অভ গড্ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আইসিটি স্পেশাল কেয়ার লালমনিরহাটের আয়োজনে এ আইসিটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

আইসিটি স্পেশাল কেয়ার ও ফাউন্ডারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সবুজ ইসলাম রাজ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, চার্চ অভ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান। এ সময় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, স্বাধীন বাংলাদেশে তোমরা স্বাধীনভাবে বসবাস করছো। শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে তাদের রক্তের বিনিময়ে সুন্দর বাংলাদেশ গড়তে স্বাধীন করেছে তোমাদেরকে তা রক্ষা করতে হবে। এমন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে খুবই আগ্রহী তোমরা সুন্দর দেশ গড়তে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে।

 

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে শিক্ষা, সংস্কৃতি ও সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করেন।

 

আইসিটি স্পেশাল কেয়ার ও ফাউন্ডারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সবুজ ইসলাম রাজ বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে এমন কুইজ অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী ও গড়ে তোলার পাশাপাশি তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্ঠা করছি। সামনে এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে দিতে আমরা আইসিটি স্পেশাল কেয়ার প্রতিনিয়ত কাজ করছি।

উল্লেখ্য যে, আইসিটি কুইজ প্রতিযোগিতায় ১হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে লালমনিরহাট সরকারি কলেজ, মজিদা খাতুন সরকারি কলেজ, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়সহ লালমনিরহাট জেলার ১০টির বেশি কলেজের শিক্ষার্থীরা ৬০নম্বরের কুইজ প্রতিযোগিতার পরীক্ষায় ১শতজন উত্তীর্ণ হয়েছেন। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী নুরে মোবাশ্বের অয়ন, দ্বিতীয় হয়েছেন- শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফা আক্তার, তৃতীয় হয়েছেন- লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী শাকিল হাসান সোহাগ। পরীক্ষায় উত্তীর্ণ ১শতজন শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ফোন ও বই বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone