লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমিতা রানী রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, সোমা বেগমসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারসহ লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।