লালমনিরহাটে স্কুল অফ দা হলি কুরআন-এর শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের জুম্মা পাড়াস্থ স্কুল অফ দা হলি কুরআন লালমনিরহাটের আয়োজনে এ শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাড়িকেলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে স্কুল অফ দা হলি কুরআনের প্রশাসনিক কর্মকর্তা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম-এর অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ও লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। উদ্বোধন করেন স্কুল অফ দা হলি কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আব্দুল্লাহ্ আল মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ রাফিউল করিম রাফি। বক্তব্য রাখেন জুম্মাপাড়া জামে মসজিদের সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি শাহজাহান সাজুসহ স্কুল অফ দা হলি কুরআনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।