লালমনিরহাটে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল ভেকু দিয়ে উত্তোলন করে ক্রয়-বিক্রয় করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত লিখন ব্রিকসের মালিক সহিদুল ইসলাম লিখনসহ ৩জনের ২লাখ টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে সহিদুল ইসলাম লিখনের ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত লিখন ব্রিকসের মালিক সহিদুল ইসলাম লিখনের ১লাখ টাকা, ভেকু মালিক আব্দুর রাজ্জাকের ৫০হাজার টাকা ও জমির মালিক মাটি বিক্রেতা সাইফুল ইসলামের ৫০হাজার টাকা জরিমানা আদায় করেন।
ইটভাটা মালিক সহিদুল ইসলাম লিখন লালমনিরহাট জেলা শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। ভেকু মালিক আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলার রৌমারী এলাকার বাসিন্দা। আর জমি মালিক সাইফুল ইসলাম জেলার আদিতমারী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আব্দুস সোবাহনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.